Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

অর্জনসমূহ

               শিল্পনগরী খুলনার শিরোমণি নামক স্থানে ১৯৮৯ সালে স্থাপিত আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা। দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মানসে প্রতিষ্ঠালগ্ন থেকেই পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা টিআরসিদের মৌলিক প্রশিক্ষণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ইন-সার্ভিস প্রশিক্ষণ প্রদান করে আসছে। পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার বিগত তিন বছরের প্রধান প্রধান অর্জনসমুহ নিম্নরূপঃ


    বিগত তিন বছরে ২,২০১ জন ট্রেইনি রিক্রুট কনস্টবলকে (TRC) মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

    ৬২৩ জন এসআই (নিরস্ত্র)’দের ০১ এক সপ্তাহ মেয়াদী রিফ্রেশার্স কোর্স, ৮২২ জন এএসআই (নিরস্ত্র)’দের ০১ এক সপ্তাহ মেয়াদী জুনিয়র লিডারশীপ কোর্স, ৫৭৭ জন এএসআই (সশস্ত্র)’দের ০১ এক সপ্তাহ মেয়াদী জুনিয়র লিডারশীপ কোর্স, ৫৭ জন নায়েক/কনস্টেবলদের ০১ এক সপ্তাহ মেয়াদী দক্ষতা দক্ষতা উন্নয়ন কোর্স, বিভিন্ন পদমর্যাদার  ৯৭ জন পুলিশ সদস্যকে দক্ষতা উন্নয়ন কোর্স, ৩০ জন প্রশিক্ষক/কর্মকর্তাকে অস্ত্র বিষয়ক প্রশিক্ষণ ও অস্ত্রের নিরাপদ ব্যবহার ও পরিচালনা বিষয়ক দক্ষতা উন্নয়ন কোর্স, ২৮ জন পুলিশ সদস্যকে ০২ দিন মেয়াদী ইনভেন্টরি ম্যানেজমেন্ট কোর্স, ১৮৮ জন পুুলিশ কর্মকর্তাকে  Security Patrolling & Monitoring (SP&M) কোর্স, ১৭০ জন মাঠ বিষয়ক প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ০৬ দিন মেয়াদী  রিফ্রেসার্স কোর্স, ৫৬ জন পুলিশ সদস্যকে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রশিক্ষণ, ৩০ জন মাঠ প্রশিক্ষক কে দক্ষতা উন্নয়ন কোর্স, ৩০ জন নায়েক/কনস্টেবলকে বেসিক পুলিশিং ও অস্ত্র পরিচালনা কৌশল প্রশিক্ষণ কোর্স এবং ৩০ জন বনকর্মীকে আগ্নেয়াস্ত্র পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।